সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ বলেছেন, ধর্ম যার যার দেশ সবার, ধর্মের মধ্যে বিরোধ সৃষ্টি না করে আমরা কাঁধে কাধ মিলে সুন্দর পরিবেশে বসবাস করি। তিনি গতকাল বৃহস্পতিবার রাত ১০টায় চুয়াডাঙ্গা সদরের কুতুবপুর গ্রামের আলি দেওয়ান কুতুব উদ্দিন (রহ.) মুক্তবন পাক দরবার শরিফে বাৎসরিক ওরশ শরিফে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম নজু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পিটু, চুয়াডাঙ্গা জেলা জাসাস এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা, উপজেলা বিএনপির যুগ্মসম্পাদক আজাদুল ইসলাম আজাদ, জেলা ছাত্রদলের সহসভাপতি সাইফুল ইসলাম, আশিকুর রহমান যুবদল নেতা আমির হোসেন, হাসমত আীল, হাসিয়ার রহমান হাসি, আব্দুর রহিম, কুতুবপুর গ্রামের আলি দেওয়ান কুতুব উদ্দিন (রহ.) দরবার শরিফের সভাপতি হাফিজুর রহমান ফারাজী সম্পাদক এমদাদুল হক মজনু ,আবু তাহের, অনিক মিয়া, আব্দুল আলিম বিশ^াস,আব্দুল খালেক,মহন মন্ডল,হাসানুজ্জামান ফরাজী,আব্দুল কাদের, বিল্লাল হোসেন, রাজীব ম-ল, মালেকা মেম্বর প্রমুখ।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.