কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ ও মহেশপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী জয়ী হয়েছেন। নৌকা প্রতীক নিয়ে কালীগঞ্জ পৌরসভায় মেয়র হয়েছেন আশরাফুল আলম আশরাফ। অপরদিকে মহেশপুর পৌরসভায় আব্দুর রশিদ খাঁন মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি বর্তমান মেয়রও।
গতকাল রোববার সন্ধ্যায় বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়। ফলাফলে দেখা যায়, কালীগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগ দলীয় প্রার্থী আশরাফুল আলম আশরাফ পেয়েছেন ১৯ হাজার ৩২৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি দলীয় ধানের শীষের আলহাজ মাহবুবর রহমান তিন হাজার ৭৪ ভোট পেয়েছেন। ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের হাতপাখার নুরুল ইসলাম পেয়েছেন এক হাজার ৪৭১ এবং স্বতন্ত্র মেয়র প্রার্থী নারিকেল গাছ প্রতীকের এনামুল হক ইমান পেয়েছেন দুই হাজার ৮১৬ ভোট। এ পৌরসভায় মোট ভোটার ছিলো ৪০ হাজার ৫৭৭ জন। অন্যদিকে মহেশপুর পৌরসভায় আওয়ামী লীগ দলীয় প্রার্থী ও বর্তমান মেয়র আব্দুর রশিদ খাঁন বিজয়ী হয়েছেন। নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ১৩ হাজার ৫৯৮। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের আমিরুল ইসলাম খাঁন চুন্নু পেয়েছেন ১ হাজার ৫৫ ভোট। যদিও তিনি কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেয়া ও প্রশাসনের সহযোগিতায় জোর করে ভোট নেয়াসহ নানা অভিযোগে দুপুরে ভোট বর্জনের ঘোষণা দেন। নারিকেল গাছ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী সাংবাদিক গোলাম মোস্তফা কিরণ ৯২২ ভোট পেয়েছেন। এ পৌরসভায় মোট ভোটার ২৪ হাজার ৪৫৩ জন।