কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় প্রায় ৩ বিঘা জমির ২টি পানবরজ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৪ জন পানচাষি। শুক্রবার দুপুরে উপজেলার জামাল ইউনিয়নের দুধরাজপুর গ্রামের পানের বরজে হঠাৎ করেই আগুন লাগে। পরে স্থানীয়রাসহ ফায়ার সার্ভিসের ১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্তরা হলেন-দুধরাপুর গ্রামের আবু বক্কর ম-লের ছেলে পাতা ম-ল, একই গ্রামের জগা ভদ্রের ছেলে কৃষ্ণ ভদ্র, সুধীর ভদ্রের ছেলে উত্তম ভদ্র ও রফিকুল ম-লের ছেলে ইরমান ম-ল। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পওয়া যায়নি।
স্থানীয়রা বলেন, প্রথমে আগুন লাগে চাষি জামাল ম-লের পানের বরজে। এরপর মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। মাত্র আধা ঘণ্টার মধ্যে সবকিছু ছাই হয়ে গেছে। এতে ৪ জন চাষির ৩ বিঘা জমির পানের বরজ পুড়ে গেছে। যার আনুমানিক মূল্য ২৫ থেকে ৩০ লাখ টাকা।
ক্ষতিগ্রস্ত কৃষকরা বলেন, আমরা নিঃস্ব হয়ে গেছি। কীভাবে আগুন লেগেছে কেউ জানে না। আগুনে বরজ এমনভাবে পুড়েছে কোনো কিছু অবশিষ্ট নেই। সব বরজ নতুন করে তৈরি করতে হবে।
এ বিষয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্ত পানের বরজে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। ৪ জন কৃষকের পানের বরজে আগুন লেগেছে। যার আনুমানিক ক্ষয়ক্ষতির মূল্য ২৫ থেকে ৩০ লাখ টাকা হতে পারে। আগুনের সূত্রপাত জানা যায়নি।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.