কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে ছাগল বিক্রির পাওনা ৩০০ টাকা চাওয়াকে কেন্দ্র করে আমিরুল ইসলাম (৪৬) নামের এক ব্যক্তিকে প্রকাশ্যে দা দিয়ে খুন হত্যা করা হয়েছে। নিহত আমিরুল কোলা ইউনিয়নের দৌলতপুর গ্রামের মৃত জবেদ আলীর ছেলে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার দৌলতপুর গ্রামে এই ঘটনা ঘটে।
গ্রামবাসী জানায়, দৌলতপুর গ্রামের ছামছুল ম-লের ছেলে শাহিন হোসেন আমিরুলের দুলাভাইয়ের কাছে ৭ হাজার ৩শ’ টাকায় একটি ছাগল বিক্রি করে। বেশ কিছুদিন পরে ওই ছাগলের দামের আরও ৩০০ টাকা পাবে বলে দাবি করেন শাহিন। এ টাকা দিতে অস্বীকৃতি জানালে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। পরবর্তীতে তা থেমে গেলেও শুক্রবার সকালে আবারো বিরোধ বাধে। সন্ধ্যার পর আমিরুল বাড়ি ফেরার পথে রাস্তায় আগে থেকে ওত পেতে থাকা শাহিন ধারালো দা দিয়ে আমিরুলকে কুপিয়ে জখম করেন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আমিরুল মারা যান।
কালীগঞ্জ থানার ওসি মুহা মাহাফুজুর রহমান মিয়া জানান, ছাগল বিক্রির মাত্র ৩০০ টাকা পাওনা নিয়ে তর্কের জের ধরে আমিরুলকে কুপিয়ে হত্যা করেছেন শাহিন। পুলিশ শাহিনকে আটকে অভিযান শুরু করেছে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ