ঝিনাইদহের কালীগঞ্জে শ্বাসরোধ করে শাহিন (২৬) নামের এক ওয়ার্কসপ মিস্ত্রিকে হত্যা করা হয়েছে। রবিবার (৬ জুন) সকালে ত্রিলোচনপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা পালপাড়া রাস্তার পাশের একটি কলাক্ষেত থেকে পুলিশ তার বিবস্ত্র লাশ উদ্ধার করে। নিহত শাহিন বালিয়াডাঙ্গা ধানহাটা পাড়ার চাঁন আলীর ছেলে।
কালীগঞ্জ থানার ওসি জানান, শাহিন পেশায় একজন ওয়ার্কসপ মিস্ত্রি। সকালে একটি কলাক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। তাকে গলায় জিআই তার পেঁচিয়ে শ্বাসসরোধরে করে হত্যা করা হয়েছে। তবে কখন কীভাবে তাকে হত্যা করা হয়েছে সে ব্যাপারে তিনি কিছুই বলতে পারেননি।
তিনি আরো বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে। পুলিশ খুব শিগগিরই হত্যার রহস্য উদঘাটন ও হত্যাকারীদের গ্রেফতার করতে সক্ষম হবে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ