কালীগঞ্জে আগুনে পুড়লো ১২ বিঘা পানের বরজ

কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় প্রায় ১২ বিঘা জমির পানের বরজ আগুনে ভস্মীভূত হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ৭জন পানচাষী। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মোস্তবাপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে পাশেই পানের বরজে হঠাৎ করেই এই আগুন লাগে। পরে স্থানীয়রাসহ ফায়ার সার্ভিসের ১টি ইউনটি আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষতিগ্রস্তরা হলেন-উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের মোস্তবাপুর গ্রামের হারুন গাজির ছেলে আমজেদ আলি, আমজেদ আলীর ছেলে গফফার আলি, আমজেদ আলির ছেলে হান্নান, নওয়াব আলীর ছেলে আরিফ, আকরাম হোসেনের ছেলে আশরাফুল, হারুন গাজির ছেলে আনসার গাজি ও বজলুর রহমানের ছেলে শিমুল হোসেন। স্থানীয়রা জানায়, কোথা থেকে কিভাবে আগুন লাগলো কিছুই জানি না। এরপর মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে কয়েক মিনিটে সবকিছু ছাই হয়ে গেছে। এতে ৭জন চাষির প্রায় ১২ বিঘার মতো জমির পানের বরজ পুড়ে গেছে। ৭জন চাষীর প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ক্ষতিগ্রস্ত কৃষক আমজেদ আলি বলেন, আমরা নিঃশ্ব হয়ে গেছি। কীভাবে আগুন লেগেছে কেউ জানে না। আগুনে বরজ এমনভাবে পুড়েছে কোন কিছু অবশষ্টি নেই। বরজে সব ধরন্ত পান ছিল। সববরজ নতুন করে তৈরি করতে হবে। এ বিষয়ে কালিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল ইসলাম বলেন, আগুন ধরার সংবাদ শোনার পর ক্ষতিগ্রস্ত পানের বরজে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। তবে আগুনের সূত্রপাত জানা যায়নি।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More