কার্পাসডাঙ্গা/ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশের মাদকবিরোধী অভিযানে দূর্গাপুর গ্রামের দম্পতি ৩ কেজি গাঁজাসহ আটক হয়েছে। গতকাল শনিবার সকাল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কার্পাসডাঙ্গা ফাঁড়ির আইসি এসআই আতিকুর রহমান জুয়েলের নেতৃত্বে এএসআই, জাহিদুল ইসলাম, এএসআই মসলেম উদ্দিনসহ পুলিশ সদস্যরা মাদকবিরোধী অভিযান চালায় কার্পাসডাঙ্গা কাউন্সিল মোড়ে মামুনের দোকানের সামনে। এ সময় কুড়ুলগাছি ইউনিয়নের দূর্গাপুর গ্রামের শুকুর আলীর ছেলে আফাজুল মোল্লা (৫০) ও তার স্ত্রীর কাছে তল্লাশি চালিয়ে ৩ কেজি গাঁজা উদ্ধার করে ওই দম্পতিকে আটক করে পুলিশ। গতকাল শনিবার এ দম্পতির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি নিচ্ছিলো পুলিশ। এসআই আতিকুর রহমান জুয়েল জানান, আফাজুল মোল্লা একজন মাদকব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে কার্পাসডাঙ্গা কাউন্সিল মোড় থেকে আফাজুল ও তার স্ত্রীকে ৩ কেজি গাঁজাসহ আটক করি। এ সময় স্বপন আলী নামে এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। আটককৃত দুজন মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানান তিনি। পুলিশ বাদী হয়ে আটককৃত ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছেন।