কার্পাসডাঙ্গায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় ইনসাইট ইন্টারন্যাশনাল একাডেমির আয়োজনে কার্পাসডাঙ্গা বাজারে প্রতিষ্ঠানের হলরুমে অ্যাড. মুহাম্মদ আসাদুল্লাহের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার মো. রাফিজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কার্পাসডাঙ্গা ফাযিল মাদরাসার সহকারী অধ্যাপক মোহাম্মদ আলী, শিক্ষক রফিকুল ইসলাম, কার্পাসডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতিয়ার রহমানসহ অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন অধ্যক্ষ আব্দুল্লাহ তাবরীজ খান ও আফছানা কনা। উল্লেখ্য, অত্র এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.