কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টার সময় ইসলামী প্রি-ক্যাডেট স্কুল ও আল আরাফা ইসলামী ব্যাংকের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। প্রতিষ্ঠানের সভাপতি হাজি আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আল আরাফা ইসলামী ব্যাংকের চুয়াডাঙ্গা শাখার ম্যানেজার শরিফুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক মো. সেলিম উদ্দিন, কার্পাসডাঙ্গা হাদিকাতুল উলুম মহিলা মাদরাসার সুপার মাও. নুরুল আমীন, সদাবরী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওবাইদুল্লাহ, কার্পাসডাঙ্গা ইউনিয়ন জামায়াত ইসলামীর সাধারণ সম্পাদক মো. শামসুল আলম, হাজি আলী আকবর, মো. লিডার, শরিফুল ইসলাম, শিক্ষক আবু বক্কর, অধ্যক্ষ রোকেয়া খাতুন, শিক্ষক আশিকুর রহমান, রাসেল আহম্মেদ, নাসরিন নাহার, বিউটি খাতুন, সাবিকুন নাহার, সুরাইয়া খাতুন, সামুদ রানাসহ সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠান শেষে মেডিকেল ও মেরিন ইঞ্জিনিয়ারিং এ চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠান সঞ্চানলায় ছিলেন শিক্ষক আবু বক্কর।
পূর্ববর্তী পোস্ট
চুয়াডাঙ্গায় জাকের পার্টির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.