কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের পিরপুরকুল্লায় আগুনে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে পিরপুরকুল্লা নতুন পাড়ার মৃত জাহাম্মদ আলীর ছেলে জাকির হোসেনের বাড়িতে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। স্থানীয়রা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বাড়ির মালিক জাকিরের ছেলে ইকরামুল জানান, দুপুরের দিকে পাশের বাড়ির রান্নাঘর থেকে আমাদের বাড়ির খড়ের চালায় আগুন লেগে সব জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করে। ঘরের আসবাবপত্র, ঘরে থাকা নিজেদের পোষাক, নগদ টাকা এবং আমার জেএসসি, এসএসসি, এইচএসসির সার্টিফিকেটসহ বিএ পরীক্ষার অ্যাডমিড কার্ড পুড়ে গেছে। খবর পেয়ে কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস ঘটনাস্থলে পরিদর্শনে আসেন এবং অসহায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মাহবুর রহমান ও দেলোয়ারা।
পূর্ববর্তী পোস্ট
জীবননগরে অধিক মূল্যে ভোজ্য তেল বিক্রির অভিযোগে চার দোকানিকে জরিমানা
এছাড়া, আরও পড়ুনঃ