কারণ অনুসন্ধান ও করণীয় নির্ধারণকল্পে চুয়াডাঙ্গার সরোজগঞ্জে যুগ্মসচিবের নেতৃত্বে ৫ সদস্যের তদন্তদল
সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার সরোজগঞ্জে ৬ জন নিহতের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের তদন্ত দল। দুর্ঘটনার কারণ অনুসন্ধান, দায় নিরূপণ ও করণীয় নির্ধারণকল্পে যুগ্মসচিবের নেতৃত্বে ৫ সদস্যের তদন্তদল গতকাল শুক্রবার সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত কার্যক্রম পরিচালনা করেন। এসময় দুর্ঘটনায় আহত, নিহত পরিবারের সদস্য, দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীসহ স্থানীয়দের সাথে কথা বলেন।
তদন্তদলের নেতৃত্ব দেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ডিটিসিএ ও এনএএস অধিশাখার যুগ্মসচিব জেসমিন নাহার। দলের অন্য সদস্যরা হলেন তদন্তদলের সদস্য সচিব বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের পরিচালক (রোড সেফটি) শেখ মোহাম্মদ মাহবুব ই রব্বানী, চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের প্রতিনিধি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমান, হাইওয়ে পুলিশ সুপারের প্রতিনিধি এএসপি ফরহাদ হোসেন, চুয়াডাঙ্গা পুলিশ সুপারের প্রতিনিধি টিআই ফকরুল আলম, চুয়াডাঙ্গা বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জি.) রফিকুল ইসলাম, আতিয়ার রহমান, ঝিনাইদহ বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জি.) মাহফুজুর রহমান, ঝিনাইদহ বারবাজার হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহফুজ আহম্মেদ। তদন্তদলের সহযোগিতা করেন সরোজগঞ্জ ক্যাম্প ইনচার্জ ইন্সপেক্টর আব্দুল আলিম, সরোজগঞ্জ বাজার কমিটির সভাপতি হাজি আব্দুল্লা শেখ, কুতুবপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলী আহম্মদ হাসানুজ্জামান মানিক।
উল্লেখ্য, গত ৮ আগস্ট চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারে নৈশকোচ রয়েল এক্সপ্রেসের ধাক্কায় ৬ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন আরও ৬ জন।