স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কলাবাড়ী-রামনগর মাধ্যমিক বিদ্যালয়ের আজকের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) প্রতিনিধি নিয়োগ পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিল আরা চৌধুরী গতকাল সোমবার দুপুরে পরীক্ষা স্থগিত ঘোষণা করেন। বিদ্যালয়ের চারজন কর্মচারী নিয়োগে অর্থ গ্রহণের অভিযোগ ওঠায় নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগমকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন, জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের পরিদর্শক মো. আনোয়ার হোসেন ও দামুড়হুদা উপজেলা একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম।
কলাবাড়ী-রামনগর মাধ্যমিক বিদ্যালয়ের ল্যাব অ্যাসিস্টেন্ট, আয়া, নিরাপত্তাকর্মী ও অফিস সহায়ক পদে নিয়োগের জন্য আজ মঙ্গলবার নিয়োগ পরীক্ষা হওয়ার কথা ছিলো।