কার্পাসডাঙ্গা প্রতিনিধি : মহামারি করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায়ের লক্ষে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা কাঁচাবাজার হাইস্কুল মাঠে স্থানান্তর করার সীদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন।
জানাগেছে, মঙ্গলবার বেলা ৩ টার সময় কার্পাসডাঙ্গা ভূমি অফিসে কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্টর সভাপতিত্বে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে ঘোষনা দেন। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ এসময় বলেন মহামারি করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায়ের লক্ষে বাজারের হাট হাইস্কুল মাঠে স্থানান্তর করা হবে কাল থেকে। পরে তিনি বাজার ঘুরে সকল কাঁচাবাজার ব্যবসায়ীদের সাথে সাক্ষাত করেন এবং সরকারি নির্দেশনা মেনে চলার আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা আশরাফুল ইসলাম, বাজার দোকান মালিক সমিতির সাধারন সম্পাদক মিঠু বিশ্বাস, সাংবাদিক রতন বিশ্বাস, মোঃ সালাউদ্দিন, সাহাজাহান খান।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ