কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় বুধবার চার ঘণ্টার ব্যবধানে করোনায় পিতা-পুত্রের মৃত্যু হয়েছে। পিতা হাজি আব্দুল আজিজ (৮৫) হাসপাতালে ও পুত্র মতিয়ার রহমান (৫২) স্থানীয় ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
জানা যায়, কুষ্টিয়া বড় বাজারের ব্যবসায়ী হাজি আব্দুল আজিজ কয়েকদিন আগে করোনা আক্রান্ত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুর সোয়া ১টার দিকে মারা যান। এদিকে শহরের বেসরকারি ক্লিনিক তোফাজ্জেল হেলথ সেন্টারে চিকিৎসাধীন ওই ব্যবসায়ীর মেজ ছেলে করোনা আক্রান্ত মতিয়ার রহমান একইদিন বিকেল ৫টার দিকে মারা যান। পিতা-পুত্রের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
উল্লেখ্য, গত এক সপ্তাহে কুষ্টিয়াতে করোনায় মারা গেছে ৮৮জন। এছাড়া জেলায় এ পর্যন্ত মারা গেছে ২৯২জন। করোনার ভয়াল তা-বে কুষ্টিয়ায় জেলায় যেন থামছে না মৃত্যু মিছিল।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ