যশোরে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও নয়জনের মৃত্যু হয়েছে; তাছাড়া উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ৫ জনের। বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত তারা মারা যান বলে জেলার সিভিল সার্জন দপ্তরের চিকিৎসা কর্মকর্তা রেহনেওয়াজ জানান। তিনি বলেন, একই সময়ে জেলায় এক হাজার ১৩৬ জনের পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৩৮৮ জন। তাদের মধ্যে সবচেয়ে বেশি ২৩৫ জন সদর উপজেলার।
যশোর সদর হাসপাতালের কোভিড ইউনিটে শুক্রবার সকালে রেড জোনে ১৭০ জন আর ইয়েলো জোনে ৭২ জন রোগী ছিলেন বলে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আরিফ আহমেদ জানিয়েছেন।