এ দেশে কেউ গৃহহীন থাকবে না

আলমডাঙ্গায় শীতবস্ত্র বিতরণকালে ছেলুন জোয়ার্দ্দার এমপি

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা উপজেলার সকল ভ্যানচালকদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। আলমডাঙ্গা উপজেলা প্রশাসন গতকাল মঙ্গলবার এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
এ সময় তিনি বলেন, বর্তমান সরকার গবির বান্ধব সরকার। এ দেশে কেউ গৃহহীন থাকবে না। বঙ্গবন্ধুর কন্যার সরকার সকল গৃহহীনদের পাকাবসতবাড়ি নির্মাণ করে দিচ্ছেন। এ সরকারের বলিষ্ঠ নেতৃত্বে আমাদের দেশ এখন মধ্যমায়ের দেশে পরিণত হয়েছে। বর্তমান সরকার বয়স্কভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ নানাবিধ সামাজিক সুরক্ষা কর্মসূচির মাধ্যমে মানুষের কল্যাণ সাধন করে চলেছে।
আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার লিটন আলীর সভাপতিত্বে শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন, ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ^াস, উপজেলা প্রকৌশলী আব্দুর রশিদ, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবরী। এছাড়াও উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, সমাজ সেবা অফিসার আফাজ উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মাকছুরা জান্নাত, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াকুব আলী মাস্টার, পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, পৌর আওয়ামী লীগের যুগ্মসম্পাদক সাইফুর রহমান পিন্টু, ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু, আমিরুল ইসলাম মন্টু, কাউন্সিলর জহুরুল ইসলাম স্বপন, আব্দুল গাফফার, ছাত্রলীগ নেতা হাসানুজ্জামান প্রমুখ। পরে উপজেলা চত্বরে আলমডাঙ্গা পৌরসভা ও উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চলের কয়েকশত ভ্যান চালকদের মাঝে শীতবস্ত্র বিতারণ করেন। শীতবস্ত্র বিতরণ শেষে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময়সভায় মিলিত হন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদউজ্জামান লিটু বিশ^াস, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব মাস্টার, সহসভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী ও ব্যবসায়ী আলহাজ লিয়াকত আলী লিপু মোল্লা, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সিরাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ও কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, যুগ্মসম্পাদক সাইফুর রহমান পিন্টু, ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু, তরিকুল ইসলাম, জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য মিজানুর রহমান মিজান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন, নুরুল ইসলাম দিপু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান চঞ্চল, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম, যুবলীগ নেতা সৈকত খান, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান, ছাত্রলীগ নেতা সাকিব, রকি প্রমুখ।

 

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More