এলাকার দরিদ্র মানুষদের বিনামূল্যে উন্নত চিকিৎসা ব্যবস্থা নিঃসন্দেহে প্রসংশিত ও মহতি উদ্যোগ

দর্শনায় ৩ দিনব্যাপি ইন্দো-বাংলা মেডিকেল ক্যাম্পের উদ্বোধনকালে জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা

দর্শনা অফিস: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী সারাদেশে যথাযথ মর্যাদার সাথে বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়ে থাকে। প্রতি বছর আগস্টে বঙ্গবন্ধুর স্মরণে শোকের মাসে ইন্দো-বাংলা মেডিকেল ক্যাম্পের আয়োজন করে থাকেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। এবার কয়েকদিন দেরিতে হলেও এ আয়োজন করেছেন জাক-জমকপূর্ণ পরিবেশে। এমপি আলী আজগার টগরের নির্বাচিত এলাকার গরীব, অসহায় ও দুস্থ জটিল এবং কঠিন রোগীদের বিনামূল্যে চিকিৎসার আয়োজনের উদ্যোগ নিয়ে বরাবরের মতো এবারো স্থাপন করছেন অনন্য দৃষ্টান্ত। ভারতীয় একঝাঁক বিষেশজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে ৩ দিনব্যাপি বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে গতকাল শুক্রবার বিকেলে। এ উপলক্ষ্যে দর্শনা কলেজ মাঠে উদ্বোধনীয় অনুষ্ঠানে সভাপতিত্বের বক্তব্যে ইন্দো-বাংলা মেডিকেল ক্যাম্পের আয়োজক এমপি আলী আজগার টগর বলেন, মানুষের ৫টি মৌলিক অধিকারের মধ্যে চিকিৎসা একটি অন্যতম মৌলিক অধিকার। এ কথা ভেবেই এলাকার অসহায় মানুষের ফ্রি চিকিৎসার ব্যবস্থা করে আসছি ২০১৮ সাল থেকে। অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিৎ এলাকার বৃত্তবানদের। এ ধরণের মহতী উদ্যোগকে সহায়তা করা সকলের নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি। এ অঞ্চলের বহু মানুষ রয়েছে জটিল ও কঠিন রোগে আক্রান্ত। অনেকেই অর্থাভাবে উন্নত চিকিৎসা করতে পারে না। ভারতে চিকিৎসার জন্য যাওয়ার সাধ থাকলে সাধ্য নেই বহু মানুষের। সকলের কথা ভেবেই ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়েই ইন্দো-বাংলা মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এ চিকিৎসা ব্যবস্থার আয়োজন করা হয়। দর্শনা তথা আশপাশ এলাকার মানুষের আন্তরিক ভালোবাসায় প্রতিবারই সফলভাবে সম্পন্ন করা হয় ইন্দো-বাংলা মেডিকেল ক্যাম্পের চিকিৎসাসেবা। একটি কথা সকলকে মনে রাখতে হবে, আ.লীগ সরকার গরীব, দুঃখী ও অসহায় মানুষের সরকার। এ সরকার গরীব দুঃখী মেহনতি মানুষের কল্যাণে কাজ করে আসছে। নির্বাচনী এলাকার মানুষের হৃদয় নিংড়ানো ভালোবাসা পেয়েছিলাম বলেই আপনাদের সেবা করার সুযোগ হয়েছে। যতদিন বেঁচে থাকবো, দেশ, জাতি ও মানুষের কল্যাণে কাজ করে যাবো নিরন্তর। দেশ ও জাতির উন্নয়নের ধারাকে ধরে রাখতে শেখ হাসিনার সরকারের বিকল্প নেই। তাই শেখ হাসিনা সরকার গঠনে আবারো নৌকা প্রতীকে ভোট দিন।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বলেন, চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় এমপি মহদোয়ের এ ধরনের মহতি উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখেন। নির্বাচনী এলাকার গরীব-দুঃখি ও অসহায় মানুষের কথা ভেবে তিনি গত ৬ বছর ধরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহদতবার্ষিকী উপলক্ষ্যে শোকের মাস আগস্টে এ ধরনের মহতী আয়োজন করে আসছেন। ভারতীয় চিকিৎসক দিয়েই বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থার ধারাবাহিকতা ধরে রেখেছেন। এ আয়োজন আমাদের শুধু স্বাস্থ্য সেবাই নয়, দুদেশের মধ্যে ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করবে। সেই সাথে তৈরী হবে ইন্দো-বাংলা সেতুবন্ধন। চিরঅটুট থাকবে বন্ধুত্ব।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন সাজ্জাৎ হোসেন, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু, দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, দামুড়হুদা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক হাজি সহিদুল ইসলাম। দর্শনা নাগরিক কমিটির সদস্য সচিব। আয়োজনের সমন্বয়কারী গোলাম ফারুক আরিফের প্রাণবন্ত উপস্থাপনায় অতিথিদের ফুলেল শুভেচ্ছাসহ বরণ করা হয় আয়োজকের পক্ষ থেকে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের এ্যাপোলো হাসপাতালের চিকিৎসক সুভদীপ চক্রবর্তী, সুনীল কুমার, আশফাক আহমেদ, শুভ চক্রবর্তী, রেইনিউ হেলথ কেয়ারের ডা. আর্তি পাল, উৎপলা সেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দর্শনা পৌর আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, সহ-সভাপতি শফিকুল আলম, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, আ.লীগ নেতা দাউদ হোসেন, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আ. হান্নান ছোট, যুবলীগ নেতা আব্দুস সালাম ভুট্ট, কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আহমেদ সবুজ, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, সাবেক সভাপতি তৈয়ব আলী, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রিন্স, কবি আবু সুফিয়ান, জেসিআই ঢাকা এস্ট্রালের স্থানীয় পরিচালক মুনতাসির আজগার আকাশ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম মল্লিক, দর্শনা পৌর ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম ববি, কলেজ ছাত্রলীগের সভাপতি নাহিদ পারভেজ, সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন তপু, ছাত্রলীগ নেতা সাখাওয়াত হোসেন সুমন, অপু সরকার, লোমান প্রমুখ।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More