স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা সোয়া ১০টায় জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) কার্যালয়ের এ দোয়া অনুষ্ঠিত হয়। এদিকে, গত রোববার বিকেলে সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনকে স্কয়ার হাসপাতালের আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
চুয়াডাঙ্গা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. বেলাল হোসেন ও সরকারি কৌশুলী (জিপি) অ্যাড. আশরাফুল ইসলাম খোকনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে জজ কোর্টের সকল সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) ও সহকারী সরকারি কৌশুলীগণ (এজিপি) উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাড. আলহাজ রবিউল ইসলাম দোয়ার অনুষ্ঠানের মোনাজাত পরিচালনা করেন।
কার্পাসডাঙ্গা প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের আশু রোগ মুক্তি কামনায় দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের আয়োজনে বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল সোমবার বেলা সাড়ে ৩টার দিকে কার্পাসডাঙ্গা ইউপি হলরুমে ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাসের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাদের বিশ্বাস, সাধারণ সম্পাদক নজির আহম্মেদ, যুগ্মসাধারণ সম্পাদক আব্দুস সালাম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান মুকুল, মখলেছুর রহমান রিপন, কার্পাসডাঙ্গা ফাঁড়ির আইসি এসআই আতিকুর রহমান জুয়েল, সকল ইউপি সদস্য, যুবলীগ নেতা মোস্তাফিজ কচি, শরীফুজ্জামান শরীফ, বখতিয়ার খলজি বকুল, মুকুল হোসেন, আক্তার হোসেন, জাহাঙ্গীর আলম, হাসনাত, হাফেজ জিয়া উদ্দিন, চুল ব্যবসায়ী মিজান, ছাত্রলীগ নেতা সানাউল কবির শিরিন। দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন হাফেজ মাও. মিজানুর রহমান।
উলে¬খ্য, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রসঙ্গত: সম্প্রতি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ভারতের দিল্লির একটি হাসপাতাল থেকে শরীরে অস্ত্রোপচার শেষে ঢাকায় ফেরেন। সেখানে থাকাবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণের পর গত রোববার বিকেলে সোলায়মান হক জোয়ার্দ্দারকে কেবিনে নেয়া হয়েছে। সেখানে তিনি সুস্থ ও ভালো আছেন।