এমপি ছেলুন জোয়ার্দ্দারের সুস্থতা কামনায় দোয়া ও বিশেষ প্রার্থনা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে গতকাল শনিবার বড়বাজার শ্রী শ্রী সার্বজনীন দুর্গা মন্দিরে এ প্রার্থনা অনুষ্ঠিত হয়। বিশেষ এই প্রার্থনা অনুষ্ঠানে এমপি ছেলুন জোয়ার্দ্দারের রোগমুক্তি কামনা করে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ডা. মার্টিন হীরক চৌধুরী, ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হেমন্ত কুমার সিংহ রায়।
প্রার্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার সিংহ রায়, নিমাই সাহা, জয় দেবনাথ, শিবু সাহা, শ্যামল নাথ, প্রতাপ চন্দ্র ঘোষ, বিধু রঞ্জন চাকী, রাজেশ পাল, সুদীপ সাহা, রুদ্র দে, অম্লান দ্বীপ দাস প্রমুখ। বিশেষ প্রার্থনা পরিচালনা করেন প্রহ্লাদ চক্রবর্ত্তী।

এদিকে, চুয়াডাঙ্গার বোয়ালমারীতে এমপি ছেলুন জোয়ার্দ্দারের রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মোমিনপুর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল মামুন রতনের উদ্যোগে বোয়ালমারী গ্রামের বটতলায় এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে সভাপতিত্ব করেন জীবন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আক্তারুজ্জামান গাবু। প্রধান অতিথি ছিলেন বোয়ালমারী ২নং ওয়ার্ডের মো. বাবুল হোসেন মেম্বার। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রাজ্জাক, প্রবীণ সেবা প্রকল্পের সহ-সভাপতি মো. সাজিবার রহমান, জীবন উন্নয়ন সংস্থার অর্থ সম্পাদক শ্রী বিচিত্র কুমার বিশ^াস। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত করেন মাওলানা মো. হাবিবুর রহমান। উপস্থিত ছিলেন শান্ত, কামাল, অসিথ, মহাদেব, বাপ্পী, সাব্বির খান, স¤্রাট, রনি, হযরত সর্দ্দারসহ আরও অনেকে।

ভালাইপুর প্রতিনিধি জানিয়েছেন, আলমডাঙ্গার গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি আশু রোগ মুক্তি কামনায় দোয়ার মাহফিল শেষে ইফতার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে আলমডাঙ্গা চিৎলা ইউনিয়নের গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয়ের কনফারেন্স রুমে জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির আশু রোগমুক্তি কামনায় দোয়ার মাহফিল শেষে ইফতার বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সভাপতি রবিউল হক ঝন্টু। বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান সরোয়ার, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, বিদ্যালয়ের দাতা সদস্য ফরিদ হোসেন, ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক কাউছার আলী বিশ্বাস, রকিবুল হক, মোস্তাফিজুর রহমান, সহকারী প্রধান শিক্ষক ইস্পিয়ারা খাতুন, সিনিয়র শিক্ষক নাসির উদ্দীন, বেলাল হোসেন, হামিদুল হক, তাজুল ইসালাম, সাহাবউদ্দীন, জামাল উদ্দীন, মুনছুর রেজা, নাহিদা খাতুন, আরিফ হোসেন, আব্দুল কুদ্দুস, ছাত্রলীগ নেতা টিটু প্রমুখ। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন সাবেক জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সিনিয়র শিক্ষক সফিউদ্দীন টিটু। দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মওলানা আশরাফ উদ্দীন।
বক্তরা জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির জন্য মহান রাব্বুল আলামিনের নিকট দ্রুত সুস্থতা কামনা করে দোয়া মাহফিল শেষে ইফতার বিতরণ করেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More