এদেশে যারা ভূমিহীন ছিলো তাদের জন্য এ প্রকল্প হাতে নিয়েছিলেন প্রধানমন্ত্রী
মেহেরপুর নতুন মদনাডাঙ্গা আশ্রয়ণ প্রকল্পে আশ্রিত ব্যক্তিদের উদ্দেশ্যে জেলা প্রশাসক
মেহেরপুর অফিস: মেহেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন বাংলাদেশের কোন মানুষ ভূমিহীন থাকবে না। গৃহহীন থাকবে না। এটা আপনাদের জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রীর একটি ভালোবাসা। প্রধানমন্ত্রী আপনাদের প্রত্যেকের জন্য ২ শতক করে জমি দিয়েছেন। একটি ঘর দিয়েছেন। সারা পৃথিবীতে এই ধরনের প্রকল্প কোন দেশে নাই।’ জেলা প্রশাসক আরও বলেন, এদেশে যারা ভূমিহীন ছিল, গৃহহীন ছিল, তাদের জন্য এই প্রকল্প হাতে নিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম রোববার বিকেলে মেহেরপুর সদর উপজেলার নতুন মদনাডাঙ্গা আশ্রয়ণ প্রকল্পে আশ্রিত ব্যক্তিদের উদ্দেশ্যে এ কথা বলেন। জেলা প্রশাসক এর আগে সেখানে আশ্রয় প্রকল্পের ২০টি ঘর পরিদর্শন করেন এবং ঘরের মাঝে খালিস্থানে সবজি চাষ করার জন্য আশ্রয় প্রকল্পে আশ্রিত ব্যক্তিদের প্রতি আহ্বান জানান। পরে তিনি আশ্রয় প্রকল্পে আশ্রিত ব্যক্তিদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন। অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল্লাহ আল বাকী, সরকারি কমিশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রনি খাতুন, গোলাম রাব্বানী, শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।