ঋণের টাকা পরিশোধ করেও গ্রাহককে খাটতে হলো জেল
সিও সরোজগঞ্জ শাখা কর্তৃপক্ষের গাফিলতি
সরোজগঞ্জ প্রতিনিধি: ঋণের টাকা পরিশোধ করেও জেল খাটতে হলো গ্রাহক চুয়াডাঙ্গার কিরণগাছি গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী ইরফান আলীকে। দু’মাস আগে টাকা পরিশোধ করা হলেও সিও এনজিও কর্তৃপক্ষের গাফিলতির কারণে হাজতবাস করতে হয় তাকে। বিষয়টি জানাজানি হওয়ার পর নিজ খরচে গ্রাহক ইরফানের জামিন ও মামলা তুলে নেয়ার ব্যবস্থা করে সিও এনজিও কর্তৃপক্ষ। তবে টাকা পাওয়ার পরও মামলা তুলে না নেয়ায় গ্রাহকের এ হয়রানি দেয়ার কারণে এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের কিরণগাছি গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী ইরফান সিও এনজিও সরোজগঞ্জ শাখা থেকে ঋণ গ্রহণ করেন। করোনার সময় ঋণের কিস্তি দিতে না পারায় তার বিরুদ্ধে মামলা করে এনজিও কর্তৃপক্ষ। মামলার নোটিস পাওয়ার পর দু’মাস আগে ঋণের টাকা পরিশোধ করেন গ্রাহক ইরফান। অথচ মামলা তুলে না নেয়ায় আদালতের নির্দেশে গত মঙ্গলবার রাতে ইরফানকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। টাকা পরিশোধের পরও গ্রেফতারের বিষয়টি জানাজানি হলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। পরে এলাকাবাসী ও শঙ্করচন্দ্র ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য লিটন শেখ সরোজগঞ্জে সিও শাখা কার্যালয়ে গেলে ম্যানেজার তাদের ভুল স্বীকার করেন। সিও সরোজগঞ্জ শাখার ম্যানেজার রানা আহম্মেদ সংবাদ প্রকাশ না করার অনুরোধ করে বলেন, আমাদের ভুলের কারণে এমনটি ঘটেছে। আমাদের খরচে ইরফানের জামিন ও মামলা তুলে নেয়ার সকল ব্যবস্থা করেছি।