উন্নয়ন অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হবে

চুয়াডাঙ্গার হিজলগাড়ীতে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণকালে এমপি আলী আজগার টগর

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে সদর উপজেলার বেগমপুর ও তিতুদহ ইউনিয়নের অসহায় এবং দুস্থ নারী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় উপজেলা উন্নয়ন সহায়তা খাতের থোক বরাদ্দের অর্থায়নে এ কর্মসূচি বাস্তবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-২ আসনের তিন তিনবারের নির্বাচিত সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। এ সময় প্রধান অতিথি বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। তাই বর্তমান সরকার বিশ্বের দরবারে উন্নয়নের মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। শুধু উন্নয়ন নয় জীবন যাত্রার মানও বৃদ্ধি পেয়েছে। আমি বিশেষ করে বেগমপুর ও তিতুদহ ইউনিয়নবাসীর নিকট ঋণি। ২০০৮ সালের নির্বাচনে এ দুটি ইউনিয়নের মানুষ নৌকাকে ভালোবেসে ভোট দিয়ে বিজয়ী করেছে। তাই আমিও এ ইউনিয়নের উন্নয়নে কাজ করেছি। উন্নয়ন করেছি বলবো না, কোথায় উন্নয়ন হয়নি সেটা বলেন। আজ আর মানুষকে কাঁচা রাস্তায় হাটতে হয় না। শুধু রাস্তায় নয় স্কুল কলেজ, মাদরাসা, মসজিদ, ঈদগা, মন্দির, শ্মশান সর্বক্ষেত্রে উন্নয়ন করা হয়েছে। বর্তমান সরকার শুধু অবকাঠামো উন্নয়ন নয় মানুষের ভাগ্যেরও উন্নয়ন ঘটিয়েছে। তাই আসছে নির্বাচনে এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকাকে বিজয়ী করতে হবে। মনে রাখবেন বিএনপি-জামায়াত নির্বাচনে পরাজয় জেনে দেশকে অস্থিতিশিল করে তুলেছে। আপনারা সজাগ থেকে এর দাঁতভাঙা জবাব দিবেন। তিনি আরও বলেন, নারীদেরকে শিক্ষিত করতে পারলে দেশ এগিয়ে যাবে। তাই বর্তমান সরকার নারী শিক্ষার প্রতি গুরুত্ব দিয়েছে। মেয়েদের লেখাপড়ার ভার গ্রহণ করেছে সরকার। চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূইয়ার সভাপতিত্বে হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন স্বপন, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু, হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সুযোগ্য সভাপতি সাইফুল আজম মিন্টু, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিপু, বেগমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হামিদুল্লাহ। উপস্থিত ছিলেন, দর্শনা কেরুজ সাবেক কর্মকর্তা শেখ শাহাব উদ্দিন, গড়াইটুপি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন, আব্বাস আলী, ফাতুরুজ্জামান, হযরত আলী, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আ. হান্নান ছোট, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মিল্টন বিশ্বাস, রাশিদুল হক, আওয়াল হোসেন, এনামুল হক, অপু সরকার প্রমুখ। বক্তব্য শেষে ইউনিয়ন দু’টির মাধ্যমিক বিদ্যালয়ের দরিদ্র ও মেধাবি শিক্ষার্থীদের মাধ্যে ১৫২টি বাইসাইকেল ও অসহায় দুস্থ নারীদের মাঝে ৫২টি সেলাই মেশিন বিতরণ করেন প্রধান অতিথি। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সফিকুল ইসলাম।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More