উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় নৌকা মার্কায় ভোট দিন

চুয়াডাঙ্গার দোস্তে ও গড়াইটুপিতে রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধকালে এমপি টগর

গড়াইটুপি প্রতিনিধি: চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য উন্নয়নের রুপকার হাজি আলী আজগার টগর চুয়াডাঙ্গা সদর উপজেলার দোস্তের বাজার থেকে চাঁদপুর রাস্তা উন্নয়ন কাজ এবং গড়াইটুপি ইউনিয়নের চুয়াডাঙ্গা দোহা থেকে বাটিকাডাঙ্গায় সড়কের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে ও সাড়ে ১২টার দিকে গড়াইটুপির বাটিকাডাঙ্গায় এ কাজের উদ্বোধন করা হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের বাটিকাডাঙ্গা ও একই উপজেলার দোস্তের বাজার থেকে চাঁদপুর রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। দোস্তর প্রায় ৭১ লাখ টাকা ব্যয়ে নির্মিত আইআরআইডিপি-৩ প্রকল্পের আওতাধীন (চেইনেজ ১২০০মি:-২২০০মি:) এবং বাটিকাডাঙ্গায় ১০৫০ মি: রাস্তার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের এমপি হাজি আলী আজগার টগর।

উদ্বোধনকালে তিনি বলেন, সরকারের ধারাবাহিকতার ফলে দেশের উন্নয়ন দৃশ্যমান হচ্ছে এবং জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটছে। বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়াই সরকারের লক্ষ্য। পল্লী এলাকায় বসবাসকারী জনগণ যাতে আমাদের সকল অর্জনের সুফল পায়, সে লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগ সরকারের প্রধান লক্ষ্যই হচ্ছে দেশবাসীর ভাগ্য পরিবর্তন করা। সরকার সেলক্ষ্য অর্জনে কাজ করে যাচ্ছে। যাদের সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জিত হয়েছে সে স্বাধীনতা যেনো অর্থবহ হয়। জাতির পিতা শোষিত ও বঞ্চিত মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে দেশকে স্বাধীন করেছিলেন এবং তিনিও এ লক্ষ্যে কাজও শুরু করেছিলেন। তবে আমাদের দুর্ভাগ্য, বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যার পর বাংলাদেশ সেই আদর্শ ও চেতনা থেকে বিচ্যুত হয়েছিলো। দীর্ঘদিন পর আওয়ামী লীগ সরকার দায়িত্ব গ্রহণের পর দেশ আবারও উন্নয়নের দিকে যাত্রা শুরু হয়েছে। এটা সম্ভব হয়েছে কারণ আমরা জাতির পিতার আদর্শ অনুসরণ করছি। শেখ হাসিনা সরকার আমলে গ্রামকে শহরে রুপান্তর করা হয়েছে। গ্রামের প্রত্যেকটি স্থানে সরকারের উন্নয়নের ছোঁয়া লেগেছে। ডিজিটাল স্বপ্নের বাংলাদেশ গড়তে যা যা প্রয়োজন জননেত্রীর নেতৃত্বে সবকিছু করা হবে। সেই সাথে তিনি দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান। এ সময় সাথে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবুসহ এলাকার নেতৃবৃন্দ।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More