গড়াইটুপি প্রতিনিধি: উন্নত সমৃদ্ধ বাংলাদেশের অভিযাত্রায় বাঁধা জামায়াত বিএনপির ষড়যন্ত্র রুখতে চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়ন আ.লীগের উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে স্থানীয় খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গড়াইটুপি ইউনিয়ন আ.লীগের সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলি আজগার টগর। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ ১৯৪৭ সালে বিভক্ত হয়। দীর্ঘ ২৩ বছর পর আমরা স্বাধীনতা পাই। আজ স্বাধীনতার ৫২ বছর চলছে আর্থিকভাবে আমরা স্বনির্ভর হয়েছি। যেটি আরো আগে হওয়া উচিত ছিলো। কিন্তু বিএনপি জামায়াত যখনই সরকার গঠন করেছে তখনই দেশ মুখ থুবড়ে পড়েছে। তারা দেশের সম্পদ পাচার করেছে নিজেদের স্বার্থ হাসিল করেছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাড়ে ৩ বছর ক্ষমতা থেকে তিনার লালিত স্বপ্ন ক্ষুধা, দারিদ্র্য মুক্ত ও ধর্ম নিরপেক্ষ দেশ গঠন স্বপ্ন দেখতেন। কিন্তু তাকে স্বপরিবারে কুচক্রী মহল হত্যা করেন। তার সেই অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়ন করতে তার যোগ্য উত্তরসূরী জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করছে। ১৯৯১ সালে সার তেলের জন্য ১৯ জন নিরীহ মানুষকে গুলি করে হত্যা করে। ১৯৯৬ সালে আ.লীগ ক্ষমতায় এসে উন্নয়ন করতে শুরু করে। সেটি মুখ থুবড়ে পড়ে ২০০১ সালে বিএনপি জোট সরকারের আমলে। সার তেলের জন্য মানুষের মাঝে হাহাকার শুরু হয়। জনগন স্লোগান দিয়েছিলেন সার নেই তেল নেই তারেখের মায়ের দরকার নেই। তারপর ২০০৪ সালে বাংলাদেশ আ.লীগ আমাকে মনোনয়ন দিলে আমরা ক্ষমতায় এলে জনগণ আমাদের কাছে তেল সার রাস্তা নয়, তারা চাল চেয়েছিলেন দুবেলা দুমুঠো ভাত খেয়ে বেঁচে থাকার জন্য। আমি আমার নির্বাচনী এলাকার সমস্ত জায়গায় ঘুরেছি তাদের কষ্টের কথা শুনেছি সমাধান করেছি। মানুষ এখন আর না খেয়ে নেই। সরকার চাল, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ভূমিহীনদের গৃহনির্মাণ, এমনকি গরীব মায়েদের গর্ভের সন্তানের কথা চিন্তা করে ৪৮ হাজার ৫শ টাকা মাতৃত্বকালীন ভাতার ব্যবস্থা করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে বলেছিলো তলাবিহীন ঝুড়ি, সেই বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। সবই জননেত্রী শেখ হাসিনার অবদান। পদ্মা সেতু, কর্ণফুলি টানেল, মেট্রোরেলসহ রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন হয়েছে। ধর্মভীরু বাঙালির জন্য দেশে ৫০৭টি মডেল মসজিদ নির্মাণ, মাদরাসা উন্নয়ন ও ইস্তেমার ব্যবস্থা করেছেন। পাকিস্তানিরা বাঙালিকে বলতো দো টাকা আদমি। তাদের মুখে চুনকালি পড়ে গেছে। স্বাধীনতার ৫২ বছরে মাত্র ২৩ বছরে আ.লীগ সরকার দেশের অভাবনীয় উন্নয়ন সাধন করেছে। আগামীতে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়তে নিরলসভাবে সরকার কাজ করে যাচ্ছে। আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করছি। বিএনপির মত আ.লীগ মনোনয়ন বাণিজ্য করে না। দেশের অসমাপ্ত কাজ শেষ করতে ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো জননেত্রীর নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান তিনি। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনসুর বাবু, দর্শনা পৌরসভার মেয়র আতিয়ার রহমান হাবু, পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, নাগরিক কমিটির সদস্য আরিফ বিল্লাহ। এছাড়াও স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন মিজানুর রহমান টিপু, ফাতরুজ্জামান মাস্টার, গিয়াসউদ্দিন,ফারুক হোসেন চাঁন মেম্বার, সাইদ খোকন মেম্বার, মতিয়ার রহমান, আমজাদ হোসেন, লিটন আলী। এছাড়াও বৈরি আবহাওয়া উপেক্ষা করে বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও ইউনিয়ন পর্যায়ের আ.লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাদেক আলী। অনুষ্ঠানে আব্দুল আলিম, আব্দুল খালেক, রজব আলী, জামাল উদ্দিন, রনু, মতিয়ার রহমান, চান্দু, মহিদুল ইসলাম, আব্দুল মজিদ, তাপস, সিদ্দীক আলী, মন্টু মন্ডল ও শরিফুল ইসলাম নামের বিএনপির নেতাকর্মীরা এমপি মহোদয়ের সাথে একাত্মতা ঘোষণা করে আ.লীগে যোগদান করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রভাষক মিজানুর রহমান।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ