স্টাফ রিপোর্টার: ঈদের দিন সকাল ১০টার দিকে ১৩০ বোতল ফেন্সিডিলসহ র্যাব’র হাতে ধরাপড়েছে পাচারকারী জাহাঙ্গীর বিশ্বাস আপেল (৩৮)। ঝিনাইদহের কালীগঞ্জ বলিদাপাড়ার একটি পুকুরের নিকট থেকে তাকে মাদকসহ আটক করা হয়।
আটক শাহাঙ্গীর ওরঠে জাহাঙ্গীর আলম আপেল ঝিনাইদহ কালীগঞ্জের আড়পাড়ার মৃত তোফাজ্জেল বিশ্বাসের ছেলে। র্যাব-৬ ঝিনাইদহ সিপিসি–২ এর অধিনায়ক মেজর মোহাম্মদ মাসুদ হায়দারের নেতৃত্বে একটি অভিয়ানিকদল ঈদের দিন তথা শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে অভিয়ান চালায়। গোপন তথ্যের ভিত্তিতে বলিদাপাড়ার জনৈক নাছিরের পুকরপাড়ে অভিযান চালিয়ে হাতে নাতে আটক করা হয় শাহাঙ্গীর বিশ্বাস আপেলকে। তার নিকট থেকে উদ্ধার করা হয় ১৩০ বোতল ফেন্সিডিল। আটকের পর তাকে র্যাব ক্যাম্পে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাকে মামলাসহ কালীগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া করে র্যাব।