মেহেরপুর অফিস : মেহেরপুর জেলখানায় আটক বন্দিদের খাওয়া হয়েছে তরমুজ। গতকাল শনিবার সন্ধ্যায় ইফতারিতে তাদের খাওয়ানো হয় জনপ্রিয় মৌসুমী ফল তরমুজ। জেল সুপার মোখলেসুর রহমান উপস্থিতে আটক ২১৩ জন বন্দির মাঝে তরমুজ পরিবেশন করা হয়। এসময় জেলার হাসান আলী উপস্থিত ছিলেন। তিনি বলেন- জেল খানায় বন্দিরা আমাদের সমাজেরই মানুষ। তাদেরও পরিবার পরিজন আছে। ভুল পথে চলার কারণে আজ তারা কারাগারে। তাদেরও অধিকার আছে মৌসুমী ফল তরমুজ খাওয়ার। সরকারিভাবে কোন বরাদ্ধ না পেলেও কারা কর্তৃপক্ষ বন্দিদের তরমুজ খাওয়ার ব্যবস্থা করেছেন। ইফতার সামগ্রীর সাথে তরমুজ পেয়ে কারবন্দিরা খুবই খুশি বলে তিনি আরো মন্তব্য করেন।
পূর্ববর্তী পোস্ট
আরমানিটোলায় অগ্নিকাণ্ডে দিশেহারা শারমিন : পরিবারের সকলেই দগ্ধ
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ