স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ট্রাকচাপায় এক গরুব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত ছাবের আলী মোল্লা আলমডাঙ্গা উপজেলার কৃষ্ণপুর গ্রামের নিয়ামত আলী মোল্লার ছেলে। সোমবার সকালে দামুড়হুদা উপজেলার ডুগডুগি পশুহাটের পাশে এ দুর্ঘটনা ঘটে। ছাবের আলী মোল্লাকে গুরুতর অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। ছাবের আলী মোল্লা ছিলেন সাংবাদিক আহাদ আলী মোল্লার ছোট ভাই।
গরু ব্যবসায়ী একই গ্রামের সন্টু ব্যাপারী জানান, গোয়ালবাড়ি গ্রামের আব্দুল মালেকের ওই ট্রাকযোগে আমরা কয়েকজন ডুগডুগি পশুহাটের নিকটবর্তী স্থানে গিয়ে নামি। সাথে ছাবের আলী মোল্লাও নামেন। রাস্তার পাশে দাঁড়িয়ে ছাবের আলী মোল্লা (৪২) গরু কেনার টাকাপয়সাগুলো লুঙ্গিতে গুঁজে নিচ্ছেলেন। এ সময় ওই ট্রাকের ড্রাইভার ট্রাকটি সাইড করতে যান। এতে ট্রাকের চাকায় চাপা খেয়ে গুরুতর আহত হন ছাবের আলী মোল্লা। অন্য ব্যবসায়ীরা উদ্ধার করে হাসপাতালে নিলে দুপুর সাড়ে ১২টার দিকে কর্তব্যরত ডা. মাহবুবুর রহমান তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ খান বলেন, নিহত ছাবের আলী মোল্লার স্বজনেরা কোনো মামলা করতে না চাইলে রাতের সুরোতহাল রিপোর্ট করে পরিবারের কাছে ছাবের আলী মোল্লার লাশ হস্তান্তর করা হয়। এদিকে বেলা সোয়া ৩টার দিকে লাশ গ্রামের বাড়ি জেহালা ইউনিয়নের কৃষ্ণপুরে নিলে শোকে এলাকার বাতাস ভারি হয়ে ওঠে। গতকাল বাদ এশা জানাজা শেষে গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। প্রসঙ্গত, ছাবের আলী মোল্লা ছিলেন দৈনিক মাথাভাঙ্গার বার্তা সম্পাদক আহাদ আলী মোল্লার আপন চাচাতো ভাই। অর্থাৎ আহাদ আলী মোল্লার মেজ চাচার বড় ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই পুত্রসন্তান সৌরভ ও স¤্রাটকে রেখে গেছেন। সৌরভ ষষ্ঠ শ্রেণির ছাত্র আর সম্রাট দ্বিতীয় শ্রেণিতে পড়ে।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ