আলমডাঙ্গা হারদী ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মনজিল গ্রেফতার

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা হারদী ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মহিবুল হক মনজিলকে গ্রেফতার করেছে পুলিশ। মহিবুল হক মনজিল ২০২৩ সালে ১১ ফেব্রুয়ারি খাদিমপুর ইউনিয়নে কেন্দ্রীয় বিএনপির পদযাত্রা কর্মসুচিতে হামলা মামলার আসামি। গত বুধবার রাতে আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
জানা গেছে, মহিবুল হক মনজিল (৫৬) উপজেলার হারদী ইউনিয়নের কেশবপুর গ্রামের পিতা মৃত মওলা বক্স মন্ডলের ছেলে। তিনি ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তার বিরুদ্ধে এলাকায় নানা অভিযোগ রয়েছে। টাকা বিনিময়ে বাল্যবিয়ে দেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও মহিবুল হক মনজিল এলাকায় বিভিন্ন বিচার শালিসও করতেন। সরকারি জমি ও নদী দখল করে মাটি কেটে ও বালি উত্তোলন করেও বিক্রি করতেন। তার বিরুদ্ধে পুলিশের ভয় দেখিয়ে অর্থ বাণিজ্য করার অভিযোগও রয়েছে।
প্রসঙ্গত, ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি বেলা সাড়ে ৩টায় বিএনপির কেন্দ্রীয় ঘোষিত ইউনিয়ন পদযাত্রার কর্মসুচি থাকায় মহাসিন আলীসহ ৩০-৪০ জন বিএনপি নেতাকর্মী পদযাত্রায় অংশ গ্রহণের জন্য যাচ্ছিলেন। খাদিমপুর ইউনিয়নের পাঁচকমলাপুর গ্রামের হায়দার মোড়ে পৌঁছুলে আওয়ামীলীগের উশৃংখল নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা, মারপিট করে ও ককটেল বিষ্ফোরণ ঘটায়। এ সময় ৫টি মোটরসাইকেল কেড়ে নেয়া হয়। এ ঘটনায় লক্ষ্মীপুর গ্রামের আবুল হোসেনের ছেলে মহাসীন আলী বাদী হয়ে ৯ নভেম্বর রাতে ৪২ জনের নাম উল্লেখসহ আরও ৫০-৬০ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More