আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার বেলগাছি গ্রামের মিঠুকে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে মুন্সিগঞ্জ বাজারের সুজন ফার্মেসির সামনে থেকে তাকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করে মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশ। গ্রেফতারকৃত মিঠু (৩৫) উপজেলার বেলগাছী গ্রামের রথখোলাপাড়ার মৃত আব্দুল্লাহর ছেলে।
জানা গেছে, উপজেলার বেলগাছি গ্রামের মিঠু দীর্ঘদিন ধরে এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি করেন। তিনি এলাকার বাইরে থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট কিনে এনে গ্রামে বিক্রি করে। তার কারণে এলাকার যুব সমাজ মাদক সেবন করে নষ্ট হয়ে যাচ্ছে। বৃহস্পতিবার বিকেলে তিনি মাদক নিয়ে এলাকায় আসছিলেন। মুন্সিগঞ্জ বাজারে তাকে দেখে সন্দেহ করে তার নাম-ঠিকানা জিজ্ঞাসা করা হয়। এসময় তার কথাবার্তা ঠিক না থাকায় তাকে তল্লাশি করে তার নিকট থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.