আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা পৌর জাতীয় পার্টির সভাপতি আতিয়ার রহমান স্ট্রোক জনিত কারণে ইন্তকাল করেছেন (ইন্নালিল্লাহি ……………. রাজিউন)। বৃহস্পতিবার ভোরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
জানা যায়, আলমডাঙ্গার খেজুরতলা গ্রামের মৃত মকছেদ আলীর ছেলে আতিয়ার রহমান একজন বিশিষ্ট কাঠ ব্যবসায়ী। আলমডাঙ্গা কলেজপাড়ায় বসবাস করতেন। তিনি আলমডাঙ্গা পৌর জাতীয় পার্টির সভাপতির দায়িত্বে ছিলেন। গতকাল বুধবার রাতে হঠাৎ স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়লে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা দেয়ার আগেই মারা যান তিনি। মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে সন্তান রেখে গেছেন। তার মৃত্যুতে চুয়াডাঙ্গা জেলা ও আলমডাঙ্গা উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
বাদ আছ আলমডাঙ্গা দারুস সালাম প্রাঙ্গণে মরহুম আতিয়ার রহমানের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট সোহরাব হোসেন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল ইসলাম, আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, চুয়াডাঙ্গা সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাহাবুদ্দীন বিশ্বাস খোকন, আলমডাঙ্গা উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাহিদ হোসেন রেন্টু, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন ও বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দসহ সর্বস্তরের জন-সাধারণ।
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.