আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা পানি উন্নয় বোর্ডের প্রধান খালের দুপাশের গাছ চুরি করে বিক্রি মামলায় আকুল হোসেন ও হাটবোয়ায়িলা গ্রামের গরু চুরি মামলায় সেলিম রেজাকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার দিনগত রাতে আলমডাঙ্গা থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের দুজনকে গ্রেফতার করে।
জানা যায়, আলমডাঙ্গায় পানি উন্নয়ন বোর্ডের প্রধান খালের হাউসপুর আটকপাট থেকে জামজামি পর্যন্ত খালের দুপাশে হাজার হাজার ইপিল ইপিল, বাবলা ও মেহগনি গাছ রয়েছে। এ সকল গাছের বয়স কমবেশি ১৫ বছর। সম্প্রতি এ প্রধান ইরিগেশন খালের দু পাশের গাছ অসাধুচক্র অবৈধভাবে কেটে সাবাড় করছে। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। শনিবার রাতে ওই মামলায় ঝিনাইদহ জেলার হরিণাকু-ু উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের মহির উদ্দিনের ছেলে আকুল হোসেনকে (৩৩) গ্রেফতার করে। ইতোপূর্বে এই মামলায় কুষ্টিয়া জেলার ইবি থানার গোস্বামী দুর্গাপুরের মৃত মনসুর দায়ের ছেলে বিল্লাল হোসেনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়।
এদিকে হাটবোয়ালিয়া গ্রামের বাজার পাড়ার লিপন হোসেনের দায়েরকৃত গরু চুরি মামলায় উপজেলার কান্তপুর গ্রামের মইনুল হকের ছেলে সেলিম রেজাকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে আলমডাঙ্গা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে নিয়ে আসে। গত ২৯ মার্চ হাটবোয়ায়িলা গ্রামের বাজারপাড়ার আবু তাহেরের ছেলে লিপন হোসেন তার গোয়াল ঘর থেকে ৩টি গরু ও ৫টি ছাগল চুরি হয়। লিপন হোসেন কয়েকজনের নাম উল্লেখসহ অজ্ঞাত নাম দিয়ে মামলা দায়ের করেন। ওই মামলার আসামি সেলিম রেজা। গতকালই সেলিম রেজা ও আকুল হোসেনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.