ভ্রাম্যমাণ প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা ও কুষ্টিয়া মিরপুর উপজেলার ইন্টারনেট সেবাদানকারীদের মিলন মেলা ও শীতকালীন পিকনিক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দিনব্যাপী ঝিনাইদহের জোহান ড্রিমভ্যালী পার্কে আলমডাঙ্গা নেট কেয়ার আইটি’র আয়োজনে ইন্টারনেট ব্যবসায়ীদের নিয়ে এ মিলন মেলা ও শীতকালীন পিকনিকের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন নেটকেয়ার আইটির পরিচালক ইউনুছ, বৈশাখী কেবল নেটওয়ার্কের স্বত্বাধিকারী হযরত আলী, হালসা কেবল নেটওয়ার্ক থেকে উপস্থিত ছিলেন শাহাদাত হোসেন মনু, লিটন মিয়া, ইয়ার হোসেন, মালিহাদ থেকে রোকন, সাব্বির, শিলু, সেলিম রেজা, ও রুবেল হাসানসহ ৬০ সদস্যের প্রতিনিধি।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.