আলমডাঙ্গা উপজেলা নির্বাচন কমিশনের ডিসপ্লে বোর্ডে ভেসে উঠলো ‘বাংলাদেশ আওয়ামী লীগ’

আলমডাঙ্গা ব্যুরো: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা নির্বাচন কমিশনের অফিসে ডিজিটাল ডিসপ্লে বোর্ডে ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ লেখা ভেসে উঠেছে। মুহূর্তেই ঘটনাটি এলাকাজুড়ে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। শুরু হয় সমালোচনা। গতকাল শনিবার সন্ধ্যার পর উপজেলা চত্বর এলাকায় অবস্থিত উপজেলা নির্বাচন কমিশন অফিসের ডিসপ্লে বোর্ডে এ লেখা ভেসে ওঠে। স্থানীয়রা জানান, উপজেলা নির্বাচন কমিশনের অফিসের সামনে ডিজিটাল সাইনবোর্ড ডিসপ্লেতে সন্ধ্যার পর ইংরেজিতে ভুল বানানে ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ লেখা ভেসে ওঠে। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে সবাই দেখতে ছুটে আসেন। বিষয়টি নির্বাচন কমিশনের চাকরিরত নৈশপ্রহরী আলমগীর জানতে পারলে দ্রুত ডিসপ্লে বোর্ডটি বন্ধ করে দেন। এ বিষয় নিয়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নৈশপ্রহরী আলমগীর হোসেন বলেন, শনিবার সন্ধ্যার পর হঠাৎ ডিজিটাল ডিসপ্লে বোর্ডে ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ লেখাটি ভেসে ওঠে। ওই সময় এক পথচারী লেখাটি দেখে ডাকাডাকি শুরু করেন। দ্রুত ডিসপ্লে বোর্ডটি বন্ধ রাখা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাচন কর্মকর্তাকে অবগত করা হয়। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মেহেদী ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ডিজিটাল স্কীনে উল্লেখিত লেখা দেখা যায়নি। তার আগেই বন্ধ করে দেয়া হয়। এ ঘটনা উদঘাটনে একটি তদন্ত কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। আলমডাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার শেখ মাসুম বিল্লাহ জানান, আলমডাঙ্গা নির্বাচন অফিসের অ্যাপস সেটিং করে দিয়েছে মেহেরপুরের একটি গ্রুপ। সার্ভারের অ্যাপসের লিংক তাদের কাছে থাকতে পারে। আবার কোন আইসিটি এক্সপার্ট সার্ভার হ্যাক করে এ ঘটনা ঘটাতে পারে। তদন্ত সাপেক্ষে এটা বের করা যাবে বলে জানান তিনি। কয়েকদিন আগে আলমডাঙ্গা হাইরোডের স্বনামধন্য মোবাইল ব্যবসায়ী মোবাইল মেলার ডিজিটাল ডেসপ্লে বোর্ড হ্যাক করে লেখে ছাত্রলীগ ফিরবে ভয়ঙ্কর রুপে, আসবে দ্বিগুন শক্তি নিয়ে। বিষয়টি সামনের দোকান থেকে দেখে সঙ্গে সঙ্গে তা বন্ধ করে দেন প্রতিষ্ঠানের মালিক। পরে সিসি ক্যামেরায় দেখা যায় একটি প্রাইভেট কার দোকানের সামনে অনেক সময় দাঁড়িয়ে ছিল। ক্যামেরায় গাড়িটির রেজিস্ট্রেশন নাম্বার দেখা যায়নি।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More