আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪ মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে ও রাতে অভিযান চালিয়ে ৫২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাদের গ্রেফতার করে। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় পৃথক দুটি মামলা হয়েছে।
পুলিশ সুত্রে জানা গেছে, আলমডাঙ্গার পোয়ামারি গ্রামের রিফাত আলীর ছেলে তরিকুল ইসলাম (৩৫) দীর্ঘদিন ধরে মাদকের কারবার করছে বলে পুলিশ জানতে পারে। সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমানের নেতৃত্বে এসআই (নি.) হাবিবুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে শনিবার রাত ৯ টার দিকে অভিযান চালিয়ে তরিকুলকে গ্রেফতার করে । এ সময় তার কাছ থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
অন্যদিকে ওসমানপুর ক্যাম্প পুলিশের এসআই আলমগীর হোসেন একদল ফোর্সসহ ওসমানপুর বাজারস্থ এক চায়ের দোকানের পেছন থেকে প্রাগপুর গ্রামের আজিম উদ্দিন বিশ্বাসের ছেলে স্বপন (২৬), ওসমানপুর দক্ষিণপাড়ার নুর উদ্দিনের ছেলে, সাগর মন্ডল হ্যাবল (২১), ওসমানপুর দায়পাড়ার মনিরুল ইসলামের ছেলে চঞ্চল মন্ডলকে (২২) গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত ৪ আসামির বিরুদ্ধে আলমডাঙ্গা থানার মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.