আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা ও ওসমানপুর ক্যাম্প পুলিশ পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ তিন মাদক ব্যবাসায়ীকে আটক করেছে। ৬ মার্চ সোমবার ভোরে ওসমানপুর গ্রামের মাদক ব্যবসায়ী আত্তাব আলীকে ও বিকেলে আলমডাঙ্গা শহরের নান্নু টগর আশু সড়ক মোড় থেকে জেহালার সাহাবুল ও নওদাবন্ডবিল গ্রামের কামালকে আটক করা হয়েছে।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের আঘরনাথপাড়া গ্রামের মৃত আইজেল আলীর ছেলে সাহাবুল জোয়ার্দ্দার (৪৫) ও আলমডাঙ্গা পৌর এলাকার নওদাবন্ডবিল গ্রামের মৃত মাওলা বক্সের ছেলে কামাল হোসেন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। মাদক ব্যবসায়ী সাহাবুল ইজিবাইক চালানোর আড়ালে ট্যাপেন্টাডল বিক্রি করে বেড়ান এবং কামাল পাখি ভ্যানচালক। ৬ মার্চ বিকেলে আলমডাঙ্গা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নান্নু, টগর, আশু সড়কের মোড়ে অভিযান চালিয়ে মাদক ক্রয় বিক্রয়ের সময় তাদের দুজনকে আটক করে। আটকের পর তাদের নিকট থেকে ২শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।
এদিকে ওসমানপুর ক্যাম্প পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ওসমানপুর গ্রামের মৃত খোদাবক্সের ছেলে মাদক ব্যবসায়ী আত্তাব আলীকে আটক করে। আটকের পর আত্তাব আলীর নিকট থেকে ৪শ গ্রাম গাঁজা, গাঁজা ওজন করার ডিজিটাল মেশিন ও বাটখারা উদ্ধার করা হয়। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক মাদক মামলা দায়ের করা হয়েছে।