আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার নওদাবন্ডবিল গ্রামের ৯ম শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলার আসামি কামরুজ্জামান টিক্কাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার আসামির শ্বশুরবাড়ি কুষ্টিয়া শহরের লাহিনীপাড়া থেকে গ্রেফতার করে সন্ধ্যায় আলমডাঙ্গা থানায় নেয়া হয়।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর জানান, এজাহার দায়েরের পর আসামি গা-ঢাকা দেয়। তাকে গ্রেফতারের জন্য জোর তৎপরতা অব্যাহত ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার এসআই সুব্রত বিশ^াস, এসআই সুলতান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আসামির শ্বশুরবাড়ি কুষ্টিয়া শহরের লাহিনীপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
এজাহারসূত্রে জানা যায়, আলমডাঙ্গা পৌর এলাকার নওদা বন্ডবিল গ্রামের ৯ম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর সাথে প্রতিবেশী মিজানুর রহমানের ছেলে কামরুজ্জামান টিক্কার (২৫) কয়েক মাস পূর্বে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি কামরুজ্জামান টিক্কা প্রেমিকার পিতার নিকট বিয়ের প্রস্তাব পাঠায়। প্রেমিকার পিতা বিয়ের প্রস্তাবে অসম্মতি প্রকাশ করেন। এরই এক পর্যায়ে গত ১২ অক্টোবর রাত ১টার দিকে মেয়েটি প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হলে পূর্ব থেকে অপেক্ষমান কামরুজ্জামান টিক্কা জোরপূর্বক তুলে ঘরে নিয়ে মেয়েটির ইচ্ছের বিরুদ্ধে ধর্ষণ করে। এ ঘটনায় মেয়ের পিতা বাদি হয়ে ১২ অক্টোবর রাতে আলমডাঙ্গা থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।