বাড়াদী প্রতিনিধি: আলমডাঙ্গায় ধর্ষণ চেষ্টা মামলার আসামি সাধন কুমার সাহাকে গ্রেফতার করেছে পুলিশ। গত পরশু মঙ্গলবার ভোরে আলমডাঙ্গা থানা পুলিশ ও বড়গাংনী পুলিশ তদন্ত কেন্দ্র যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতার সাধন কুমার (৪০) ভোগাইলবগাদী গ্রামের নিতাই সাহার ছেলে। থানা সূত্রে জানা গেছে, সাধন কুমার সাহা গ্রামেরই এক নারীকে প্রায় ২মাস ধরে মোবাইল ফোনসহ রাস্তা-ঘাটে কু-প্রস্তাব দিয়ে আসছিলো। ওই নারী সাধনের প্রস্তাবে রাজি না হলে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করে। এরই ধারাবাহিকতাই গত ৩ এপ্রিল রাত ১০টার দিকে সাধন কুমার সাহা ওই নারী ঘরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এতে তার চিৎকারে সাধন কুমার তার ব্যবহৃত গেঞ্জি, মোবাইলফোন ও সেন্ডেল ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু হয়। আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমানের নেতৃত্বে পরিদর্শক মো. বাবর আলী, বড়গাংনী পুলিশ তদন্ত কেন্দ্র সঙ্গীয় অফিসার ফোর্সসহ তদন্ত কেন্দ্র এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গত মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে শ্রী সাধন কুমার সাহাকে গ্রেফতার করে।
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.