আলমডাঙ্গায় দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে এমপি ছেলুন জোয়ার্দ্দার
সকল মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে হবে
আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। গতকাল রোববার বেলা ১১টায় আলমডাঙ্গা বধ্যভূমির সেডে আ.লীগ নেতাকর্মীদের সাথে মতবিনিময়সভার আয়োজন করা হয়। এ সময় এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, সকল মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে হবে। করোনা উপসর্গ দেখা দিলে লুকিয়ে না রেখে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। হোম কোয়ারেন্টিনে থাকা রোগীদের সঙ্গে মানবিক আচরণ, ত্রাণকার্যে স্বচ্ছতা বজায় রাখা এবং পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে হবে। আমাদের প্রতিবেশী দেশকে দেখে আমাদের সবাইকে আরও সচেতন হতে হবে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক শহিদুল ইসলাম খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ লিয়াকত আলী লিপু মোল্লা, যুগ্ম সম্পাদক কাজী রবিউল হক, পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সম্পাদক মতিয়ার রহমান ফারুক, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, রাজাবুল হক মনা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা ছাত্রলীগের সভাপতি অ্যাড. সালমুন আহমেদ ডন, কুমারী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু, ডাউকি ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম। উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টারের উপস্থাপনায় উপস্থিত ছিলেন ইউনিয়ন আ.লীগের সভাপতি সম্পাদকের মধ্যে নুরুল ইসলাম দিপু, জয়নাল আবেদীন, মোল্লা কামরুজ্জামান শামিম, মাহমুদুল হাসান চঞ্চল, আশিকুজ্জামান ওল্টু, আইনাল হক, দিদার আলী, মকবুল হোসেন, কাউন্সিলর জহুরুল ইসলাম স্বপন, খন্দকার মজিবুল ইসলাম, পৌর আ.লীগের সদস্য মহসিন কামাল, ওয়ার্ড আ.লীগের সভাপতি সম্পাদকের মধ্যে আক্তারুজ্জামান, জাহাঙ্গীর হোসেন, দেলোয়ার মোল্লা, আসমান মালিথা, কলেজছাত্রলীগ সভাপতি আশরাফুল হক, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাহিদ হাসান তমাল, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল হোসাইন বাদশা, ছাত্রলীগ নেতা রকি, সাকিব প্রমুখ।