আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা পুলিশ অভিযান চালিয়ে তদন্তধীন ৩টি চুরি মামলায় ৯ জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার দিনগত রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। আলমডাঙ্গা শহরসহ আশপাশ এলাকায় বিভিন্ন চুরি সাথে জড়িত তারা।
জানা গেছে, প্রতিনিয়ত আলমডাঙ্গা পৌর শহরের বাসাবাড়ি, দোকানেসহ বিভিন্ন প্রতিষ্ঠানের চুরি টিনকেটে, তালা ভেঙে চুরি করে চোর সিন্ডিকেটের সদস্যরা। ঈদকে সামনে রেখে চোর সিন্ডিকেটের সদস্যরা মরিয়া হয়ে উঠেছে। চোর সদস্যরা দিনের বেলা অন্যান্য কাজ করলেও রাতে তারা চুরি করে বেড়ায়। বুধবার রাতে আলমডাঙ্গা শহরের চুরি বন্ধ করতে অভিযান শুরু করে। অভিযানে বিভিন্ন চুরি মামলার আসামি ও চুরি সিন্ডিকেটের সদস্য কালিদাসপুর গ্রামের মৃত সুন্নত আলীর ছেলে আনোয়ার হোসেন (৫০), একই গ্রামের মৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃত বজলুর রহমানের ছেলে মেহেদী হাসান (৩৭) নুর আলমের ছেলে দুলাল হোসেন (৩০), পৌর এলাকার আনন্দধামের আরজান আলীর ছেলে রনি আলী (২৩), গোবিন্দপুর গ্রামের বিশারত আলীর ছেলে লালন শেখ (২৬), আজিজুল হকের ছেলে রায়হান আলী (৩০), বেলগাছী ইউনিয়নের ফরিদপুর দোয়ারপাড়ার মৃত কুদ্দুস আলীর ছেলে মামুন হোসেন (২৭), কালিদাসপুর ইউনিয়নের আসাননগর গ্রামের পিকু মিয়ার ছেলে হাসিবুল হোসেন (৪৫), হাসান শেখের ছেলে আরাফাত হোসেনকে (১৯) গ্রেফতার করে। তাদেরকে গতকালই সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণ করেছে।
পূর্ববর্তী পোস্ট
আলমডাঙ্গায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় পরিবেশ অধিদপ্তরের অভিযান
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.