আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করা হয়েছে। উপজেলার ১৬টি ইউনিয়নের ৬ হাজার কৃষকের মাঝে আউশ ধানের বীজ ও সার এবং ৮০ জন কৃষকের মাঝে মুগ ডাল বীজ ও সার বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। ২০২৪-২০২৫ অর্থ বছরে খরিপ-মৌসুমে উফশী আউশ ও মুগ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামুল্যে কৃষি প্রণোদনার বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়। ২৫ মার্চ মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে উফশী আউশ এবং মুগ ডালের বীজ ও সার বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম। এসময় তিনি বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এদেশের অর্থনীতি লাঙ্গলের ফলার অর্থনীতি। এদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে কৃষি বিভাগ ও কৃষকের অবদান অনস্বীকার্য। অধিক ফলন ও উন্নত সার-বীজ ব্যবহার শেখাতে প্রান্তিক চাষিদের মাঝে এ প্রণোদনা বিতরণ করা হচ্ছে।
বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ রেহানা পারভীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এসএম মাহমুদুল হক, উপজেলা রিসোর্চ ইন্সট্রাক্টর জামাল হোসেন, বিআরডিবি কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাইফুল্লাহ মাহমুদ, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুস সামাদ, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা খবিরুল ইসলাম। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উদয় রহমানের উপস্থাপনায় উপস্থিত ছিলেন কৃষক সকিরদ্দিন, চাঁদ আলী, পান্না চৌধুরী, আমিরুল ইসলাম, শফিকুল ইসলাম, আলতাফ হোসেন, জিন্নাত আলী, লিলি, সান হুদা, নাজমুল, মিলন, উপ-সহকারী কৃষি অফিসার আশরাফুল ইসলাম, আব্দুল্লাহ আল মুতী, রকিব উদ্দিন, রাহিমা খাতুন, পাপিয়া খাতুনসহ কৃষক ও অফিসারবৃন্দ।
পূর্ববর্তী পোস্ট
জমি সংক্রান্ত বিরোধে ন্যায় বিচার চেয়ে ভুক্তভোগীগণের দামুড়হুদা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.