আলমডাঙ্গায় কৃষক সংগঠন পর্যায়ে অবহিতকরণ পরিকল্পনা ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় ২০২৪-২০২৫ অর্থবছরে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষক সংগঠন পর্যায়ে অবহিতকরণ পরিকল্পনা ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার কালিদাসপুর ইউনিয়ন পরিষদ হলরুমে আলমডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় কালিদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ শেখ আসাদুল হক মিকার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রেহানা পারভীন। এসময় তিনি বলেন, কৃষক সংগঠন শুধু একটি সংগঠন নয়, এটি একটি পরিবার। এখানে সবাই একসাথে কাজ করে সাফল্যের পথে এগিয়ে যেতে পারে। আসুন, আমরা সবাই মিলে কৃষি খাতকে সমৃদ্ধ করি এবং কৃষকদের জীবনমান উন্নত করি। কৃষিপণ্য বাজারজাতকরণের ক্ষেত্রে কৃষক সংগঠন একটি শক্তিশালী মাধ্যম। তারা যৌথভাবে পণ্য বিক্রি করে ন্যায্যমূল্য নিশ্চিত করতে পারে এবং মধ্যস্বত্বভোগীদের প্রতিরোধ করতে পারে। আপনারা সক্রিয়ভাবে কৃষক সংগঠনে অংশগ্রহণ করুন এবং নিজেরা উদ্যোগী হয়ে সংগঠনের কার্যক্রম পরিচালনা করুন। আপনারা যদি একত্রে কাজ করেন, তাহলে বড় বড় সমস্যাও সহজে সমাধান করতে পারবেন। কৃষক সংগঠন একত্রে সার, বীজ, কীটনাশক, এবং কৃষি যন্ত্রপাতি কিনতে পারবেন। এতে খরচ কমে হবে এবং কৃষকরা ন্যায্যমূল্যে কৃষি উপকরণ পাবেন। কৃষক সংগঠনের সদস্যরা তাদের জ্ঞান, অভিজ্ঞতা এবং চাষাবাদের কৌশল একে অপরের সাথে শেয়ার করতে পারবেন। এতে আপনাদের ব্যক্তিগত ও সমষ্টিগত দক্ষতা বাড়বে। উপজেলা কৃষি অফিস সবসময় আপনাদের পাশে থাকবে। কৃষক সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী ও কার্যকর করতে আমরা আপনাদের প্রশিক্ষণ, দিকনির্দেশনা এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে। কৃষক সংগঠন হলো কৃষকদের জন্য একটি সুরক্ষিত ছাতা। আসুন, আমরা সকলে একসাথে কাজ করে আমাদের কৃষি খাতকে সমৃদ্ধ করি এবং আপনাদের জীবনমান উন্নত করি।
বিশেষ অতিথি ছিলেন যশোর অঞ্চল টেকসই কৃষি সম্প্রসারন প্রকল্পের মনিটরিং ও মূল্যায়ন কর্মকর্তা কৃষিবিদ মাসুম আব্দুল্লাহ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ উদয় রহমান, কালিদাসপুর ইউনিয়ন পরিষদের সদস্য মহাবুল হক, নেকবার আলী, ফিরোজুল ইসলাম, নজরুল ইসলাম, মিনারুল, জলি খাতুন, সাবিহা খাতুন, আলিয়া খাতুন। উপসহকারী কৃষি অফিসার জাহিদুল ইসলামের উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি অফিসার আশরাফুল আলম, আব্দুর রফিক, রফিকুল ইসলাম, নজরুল ইসলাম, শাকিলা পারভীন, জান্নাতুল ফেরদৌস, মেহেদি হাসান, কৃষক ডা. মনিয়ার রহমান, রহিদুজ্জামান রহিত, সোহেল রানা, বজলু মিয়া, আব্দুল কাদের, আব্দুল্লাহ, লুৎফর রহমান, রুবেল, রিংকু, শফিকুর রহমানসহ কালিদাসপুর ইউনিয়নের শতাধিক কৃষক।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More