আলমডাঙ্গা ব্যুরো: কলেজপড়ুয়া ছাত্রীকে উত্ত্যক্তসহ যৌন হয়রানি করার অপরাধে চুয়াডাঙ্গা জেলা পূজা উদযাপন কমিটির নেতা আলমডাঙ্গার অন্তর ঘোষ শ্রীঘরে। গত ৪ মার্চ রাতে আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে ক্যানেলপাড়ার অন্তর ঘোষকে আটক করে।
জানাগেছে, আলমডাঙ্গা পৌর এলাকার থানাপাড়ার এক কলেজ ছাত্রীকে দীর্ঘদিন ধরে শহরের ক্যানেলপাড়ার অশোক ঘোষের ছেলে অন্তর ঘোষ (২৪) উত্ত্যক্তসহ না প্রলোভন দেখিয়ে প্রেম নিবেদন করে আসছিলো। কলেজছাত্রীর পারটাইম চাকরির স্থানেও মাঝে মাঝে উত্ত্যক্ত করে বলে অভিযোগ আছে। গত ১৪ ফেব্রুয়ারি ওই কলেজছাত্রী অন্তরের প্রেমে রাজি না হওয়ায় জোর করে হাত চেপে ধরে। এর কয়েকদিন পর অন্তর আবারও কলেজছাত্রীকে উত্ত্যক্ত শুরু করে। পরে তিনি কোনো উপায় না পেয়ে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার লিখিত অভিযোগের ভিত্তিতে আলমডাঙ্গা থানার এসআই সুফল কুমার অভিযান চালিয়ে তাকে আটক করেন। কলেজছাত্রী সকালে থানায় উপস্থিত হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। সংশ্লিষ্ঠ মামলায় অন্তরকে আদালতে প্রেরণ করা হয়েছে।