আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় উপজেলা খাদ্যবান্ধব ডিলার নিয়োগ সংক্রান্ত লটারি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা খাদ্যবান্ধব কমিটির আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা ও লটারি অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা খাদ্যবান্ধব কমিটির আহ্বায়ক উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল হামিদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উদয় রহমান, উপজেলা শিক্ষা অফিসার মো. আলাউদ্দিন, সমাজ সেবা অফিসার সাজ্জাদ হোসেন, খাদ্য পরির্দশক একেএম মোস্তফা কামাল। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, উপজেলা জামায়াতের আমীর শফিউল আলম বকুল, পৌর জামায়াতের আমীর মাহের আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম জানান, উপজেলা খাদ্যবান্ধব ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি দেয়া হলে ১৫টি ইউনিয়নের ৮২ জন আবেদন করেন। যাচাই বাচাই শেষে ৫০ জনের লটারি অনুষ্ঠিত হয়। লটারি শেষে ১৫টি ইউনিয়নে ১৫ খাদ্যবান্ধব ডিলার নির্বাচিত করা হয়েছে। লটারিতে ভাংবাড়ীয়া ইউনিয়নে খলিলুর রহমান, হারদী ইউনিয়নে জিয়াউর রহমান, কুমারী ইউনিয়নে সেলিম রেজা, বাড়াদি ইউনিয়নে জিয়াউর রহমান, গাংনী ইউনিয়নে মেহেরুজ্জামান, খাদিমপুর ইউনিয়নে খাইরুল ইসলাম, জেহালা ইউনিয়নে মশিউর রহমান, বেলগাছী ইউনিয়নে আশরাফুল আলম, ডাউকি ইউনিয়নে মুকুল হোসেন, জামজামি ইউনিয়নে রফিকুল ইসলাম, নাগদাহ ইউনিয়নে আলাউদ্দিন আজিম, খাসকররা ইউনিয়নে আব্দুল ওয়াদুদ, কালিদাসপুর ইউনিয়নে আতিকুর রহমান, চিৎলা ইউনিয়নে জহুরুল ইসলাম, আইলহাস ইউনিয়নে মামুনুর রশিদ।
পূর্ববর্তী পোস্ট
আলমডাঙ্গার চরশ্রীরামপুরে ডাবলু ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.