আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমানের নেতৃত্বে থানা এলাকার আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ও শহরের ফুটপথ ও সড়কে চলমান অবৈধ দখল এবং পার্কিং উচ্ছেদ অভিযান করা হয়েছে। গতকাল রোববার দুপুরে আলমডাঙ্গা থানা থেকে চারতলার মোড় হয়ে আনন্দধাম ব্রিজ, চারতলা থেকে লালব্রিজ, মাছ বাজার, মুরগি বাজারসহ শহরের গুরুত্বপূর্ণ মোড়ে তিনি অভিযান চালান। পরে তিনি লালব্রিজ এলাকায় যানবাহন চেকিং করেন।
অভিযানের খবর পেয়ে হাইরোডের ফুটপথ দখল করে ব্যবসা করা দোকানদাররা দ্রুত তাদের মালামাল সরিয়ে নেন। এ সময় ফুটপথে পার্ক করা মোটরসাইকেলগুলো সরিয়ে দেয়া হয়। মাছ বাজার ও মুরগি বাজারে ফুটপথ দখল করা ব্যবসায়ীদের মালামাল সরিয়ে নেয়ার নির্দেশ দেন।
অভিযান পরিচালনার সময় থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান বলেন, শহরের আইন-শৃঙ্খলা বজায় রাখতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আইন-শৃঙ্খলার অবনতি ঘটবে এমন পরিস্থিতি কঠোর হাতে দমন করা হবে। যারা আইন হাতে তুলে নেবেন বা আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাবেন, তারা যে দলেরই হোক কোন ছাড় দেয়া হবে না। এ ব্যাপারে পুলিশ অত্যন্ত কঠোর অবস্থানে। আমাদের প্রিয় আলমডাঙ্গা শহর সুন্দর ও স্বাভাবিক রাখতে, নিরাপদ রাখতে পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করতে সকলকে অনুরোধ করা হচ্ছে। একই সাথে শহরের সকল সড়কের ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চলমান থাকবে। এ ব্যাপারেও প্রশাসন কপঠোর ভূমিকায় অবতীর্ণ হবে।
পুলিশ পরির্দশক (অপ.) আজগর আলী, এসআই শেখ মোরশেদ আলী, কাজী সামসুল আলম, এসআই তরিকুল ইসলাম, এসআই সামসুর রহমান, এসআই শীতল বিশ্বাস, এসআই হাবিবুর রহমান, এসআই কাজী শামসুল আলম, এসআই (নিঃ) কাজী বাবুল হোসেন, এসআই ওয়াহিদুল ইসলাম, এসআই হাসানুর রহমান, পিএসআই প্রনব কুমার পাল, পিএসআই আলমগীর করিব, এএসআই সজল কান্তি হীরা, এএসআই শরিফুল ইসলাম, এএসআই হাসান মাহমুদ, এএসআই নজরুল ইসলাম, এএসআই আসাদুল হক, এএসআই আমিনুর রহমান, এএসআই জামিল হাসান, এএসআই আনোয়ার হোসেন, এএসআই মেহেদী হাসান, এএসআই সোহেল রানা, এএসআই সাইদুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.