আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার অস্ত্রধারী মাদকব্যবসায়ী পিয়াল মাহমুদ ওরফে সাদ্দামের অন্যতম সহযোগী শরিফুল ইসলামকে গ্রেফতার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। গতকাল বুধবার ভোর রাতে আলমডাঙ্গার পৌর পশুহাট এলাকা থেকে শরিফুল ইসলামকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শরিফুল ইসলাম (৩২) পৌর এলাকার রাধিকাগঞ্জ গ্রামের বনি আমিনের ছেলে। তিনি অস্ত্রধারী মাদক ব্যবসায়ী পিয়াল মাহমুদ সাদ্দামের অন্যতম সহযোগী।
পুলিশ জানায়, গত ৭ এপ্রিল দিনগত রাত সাড়ে ১২টার দিকে ওয়ান শ্যুটারগান, দেশীয় অস্ত্র ও মাদকসহ এলাকার অস্ত্রধারী মাদকব্যবসায়ী পিয়াল মাহমুদ ওরফে সাদ্দাম (৩২) এবং তার সহযোগী আতাউর রহমান রকিকে (৩২) গ্রেফতার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে শরিফুল ইসলাম পালিয়ে যায়। বেশ কয়েকদিন চেষ্টার পর ১৫ এপ্রিল রাতে গোপন সংবাদের ভিত্তিতে পশুহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শরিফুল ইসলাম আলমডাঙ্গা থানার অস্ত্র ও ডাকাতি প্রস্তুতি মামলার আসামি।
আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, দীর্ঘদিনের নিরলস প্রচেষ্টায় এ অঞ্চলের শীর্ষ মাদকব্যবসায়ী ও অস্ত্রবাজ পিয়াল মাহমুদ ওরফে সাদ্দাম ও তার সাগরেদ রকিকে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক করা হয়। ১৬ এপ্রিল ভোর রাতে পশুহাট এলাকায় অভিযান চালিয়ে সাদ্দামের অন্যতম সহযোগী শরিফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তিনি অস্ত্র ও ডাকাতি প্রস্তুতি মামলার আসামি। তিনি আরও জানান, শরিফুল ইসলামকে গ্রেফতারের পর তার নিকট থেকে সাদ্দাম ও তার সহযোগীদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.