আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার হাটবোয়ালিা স্কুল এন্ড কলেজের খেলার মাঠে অবৈধভাবে গড়ে তোলা ৪টি দোকান ঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা। ৭ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে। আলমডাঙ্গা থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত ৮টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৪টি দোকানই ভস্মীভূত হয়েছে।
জানা গেছে, গত ১৫ বছর ধরে হাটবোয়ালিয়া গ্রামের মৃত রসুল মন্ডল, মৃত তপেন মন্ডল ও মৃত মনসের মন্ডলের ওয়ারিশদের মধ্যে দেলোয়ার, উকিল ও খোকন হাটবোয়ালিয়া ফুটবল মাঠের উত্তর পশ্চিম দিকে তাদের নিজেদের জায়গা দাবি করে সেখানে স্থাপনা নির্মাণ করে ভাড়ায় দেয়। এ বিষয়ে হাটবোয়ালিয়া স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ আদালতে মামলা দায়ের করেন। মামলার রায় স্কুলের পক্ষে এলেও দখলদাররা রাজনৈতিক প্রভাব খাটিয়ে এ দোকানগুলো থেকে নিয়মিত ভাড়া আদায় করছে।
রাজনৈতিক পটপরিবর্তনের পর গত সেপ্টেম্বর মাসে আলমডাঙ্গা উপজেলা জেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম স্বশরীরে উপস্থিত হয়ে ওই অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নিতে বলেন। কিন্তু অদ্যাবধি সেগুলো সরানো না হওয়ায় বিক্ষুব্ধ ছাত্র -জনতা আগুন দেয়ার ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে জানিয়েছে এলাকাবাসী।
পূর্ববর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.