হাটবোয়ালিয়া প্রতিনিধি: আলমডাঙ্গার হাটবোয়ালিয়ায় ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় হাটবোয়ালিয়া হাসপাতাল মোড় ওয়ার্ড বিএনপি আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রউফ খোকন। প্রধান অতিথি ছিলেন ভাংবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান। তিনি বলেন, শহীদ জিয়ার আদর্শে গড়া দল বিএনপি। আমাদের শক্তি তৃণমূলের নেতাকর্মীরা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হতে তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সকলকে সাংগঠনিক কর্মকা- জোরদার করতে হবে। প্রধান বক্তা ছিলেন ভাংবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোহেল হুদা, ইউনিয়ন বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক তুহিবুল হুদা তুহিন, সহ-সভাপতি মজিরুল ইসলাম বিজু, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি জান মোহাম্মদ, ষোলটাকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, কৃষক দলের সভাপতি জাকির হোসেন, সিনিয়র সহ-সভাপতি আয়ুব আলী, উপজেলা যুবদলের সদস্য সেলিম রেজা, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাজিবুল হক রাজন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল হুদা, স্বেচ্ছাসেবক দল নেতা মহিদুল ইসলাম, যুবদল নেতা সাধন, ইউনিয়ন ছাত্রদল সভাপতি ইমন, ২নং ওয়ার্ড বিএনপি সহসভাপতি টিকারদ্দিন, সিনিয়র সহসভাপতি কমির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক লিটন আলী, সহসাংগঠনিক সম্পাদক বজলুর রহমান, কৃষি বিষয়ক সম্পাদক মিন্টু আলী, মিলন, শামিন, রিফাত, আলীম, শিলন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ২নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ছবিরুল ইসলাম। অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন ভাংবাড়িয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মুর্শিদ কলিন।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.