আলমডাঙ্গার রামদিয়ার কৃষক আহমেদ শরীফের হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল
আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় কৃষক আহমেদ শরীফের হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করা হয়েছে। উপরন্তু নিহতের আত্মীয় স্বজনের নামে একাধিক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলেও মানববন্ধনে জানিয়েছে তারা। ৬ জানুয়ারি সোমবার বিকেলে আলমডাঙ্গা রামদিয়া বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে নিহতের স্বজন ও গ্রামবাসীরা অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে বিচারের মাধ্যমে ফাঁসি কার্যকর করার দাবি করেন।
বক্তারা বলেন, হত্যাকারীরা ঠান্ডা মাথার কিলার। পরিকল্পিতভাবে এ হত্যাকান্ড সংগঠিত করা হয়েছে। হত্যাকারীরা আহমেদ শরিফকে হত্যা করেই বসে নেই। নিহতের পরিবার ও স্বজনদের আসামি করে একাধিক মামলাও দায়ের করা হয়েছে। এত জুলুমের শিকার হতে হচ্ছে নিহতের অসহায় পরিবারকে। নিহতের পরিবার ও স্বজনরা চরম নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছেন বলেও দাবি করা হয়। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করার দাবিও জানানো হয়।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন নিহতের ভাই মোহাম্মদ আলী, স্ত্রী মাহিরন নেছা, গ্রামবাসীর পক্ষে আওলাদ হোসেন, হালিম, রবজেল, সোয়েব, বাপ্পিসহ কয়েকশ নারী-পুরুষ।
প্রসঙ্গত, আলমডাঙ্গায় জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে ২২ ডিসেম্বর রাতে আহমদ শরীফ নামের এক কৃষককে কুপিয়ে খুন করা হয়। এ হত্যাকান্ডের ঘটনায় রামদিয়া গ্রামের ফরিদ জোয়ার্দ্দার, আনসার আলীসহ ৩৫ জনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা রজু করা হয়েছে। এ পর্যন্ত পুলিশ দুজন আসামিকে গ্রেফতার করেছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.