মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজনকে আটক করেছে। গতকাল মুন্সিগঞ্জের জেহালা ডেভিট মোড় থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমানের নেতৃত্বে মুন্সিগঞ্জ ফাঁড়ি ইনচার্জ এসআই আলমগীর কবীর, মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্প সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে জেহালা সাকিনস্থ ডেভিটমোড়ে ইন্দ্রজিত কর্মকারের দোকানের সামনে পাঁকা রাস্তার ওপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে চুয়াডাঙ্গা সদর থানার বেলগাছী মসুলিমপাড়ার মৃত আবুবক্করের মেয়ে ও মাসুদ রানার স্ত্রী বন্যা খাতুনকে (৩২) ৬০ পিস নেশার জন্য ব্যবহৃত ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে আলমডাঙ্গা থানায় মামলা হয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.