মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী রাজন নামে এক যুবককে আটক করেছে। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে নতিডাঙ্গা মধুখালী মাঠ থেকে তাকে আটক করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশের আইসি এসআই তাপস ও টু আইসি এএসআই শিপন সঙ্গীয় ফোর্সসহ নতিডাঙ্গা মধুখালী মাঠে অবস্থান নেয়, এ সময় মুন্সিগঞ্জের সোনাতনপুর গ্রামের মনছের আলীর ছেলে রাজন (২৭) কে আটক করে তার দেহ তল্লাশি করে নেশার জন্য ব্যবহৃত ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় । সে মাদক ব্যবসার কথা অকোপটে স্বীকার করে। মাদক বহন কাজে ব্যবহৃত বাজাজ পালসার ১৫০ সিসি মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়। রাতেই তাকে আলমডাঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আজ রোববার মামলাসহ আদলতে সোপর্দ করা হবে। পুলিশ আরো জানাই, আটক রাজন সোনাতনপুর মোড়ে মোটরসাইকেল গ্যারেজের মিস্ত্রি, গ্যারেজের আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলো।